
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ বড়দিন।ধর্মের বেড়াজাল টপকে অন্যান্য বছরের মতোই উৎসবে মাতোয়ারা হয়েছেন শহর ও শহরতলির মানুষেরা।ছুটির এই দিনে যতটা সম্ভব মজা করে নিতে চাইছেন সকলে। কেউ পরিবারের সঙ্গে আবার কেউ বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে উপভোগ করছেন। সকাল থেকেই ভিড় জমছে আলিপুর চিড়িয়াখানা, ইকো পার্ক, নিকো পার্ক সহ জনপ্রিয় সব জায়গায়। বাদ যায়নি ধর্মীয় স্থানগুলি। ছুটির সুযোগে ধর্মীয় স্থানগুলিতে যাচ্ছেন পর্যটকেরা।
বড়দিন উপলক্ষে দর্শনার্থীদের ভিড় জমজমাট নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে। এই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দরা মায়াপুর চন্দ্রদ্বয়ী মন্দির প্রাঙ্গনে এসে জমায়েত হতে শুরু করেন। ছুটির দিনে অসংখ্য মানুষের ভিড়ে স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ তৈরি হয়েছে মন্দির নগরী মায়াপুরে। দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে সুরক্ষাবলয়ে ঘিরে রাখা হয়েছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গণ বলে জানা গিয়েছে ইসকন মন্দির সূত্রে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023