
নিউজটাইম ওয়েবডেস্ক : বড়দিনে, শহর তিলোত্তমা মুখ ঢেকেছে কুয়াশার চাদরে। আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে, ১৭ ডিগ্রি সেলসিয়াস।এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই বড়দিনের আমেজে মাতোয়ারা শহর কলকাতা। কিন্তু শীতের মিঠে রোদ গায়ে মেখে বড়দিন উদযাপন করাটা কতটা সফল হবে তিলোত্তমাবাসির কাছে, তা নিয়ে সন্দেহ আছে।
কারণ বড়দিনের সকাল থেকেই শহর, বিশেষ করে শহরতলী ঢেকে গিয়েছে কুয়াশায়। তবে বড়দিনে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই রকমফের।সকালের দিকে তাও কিছুটা ঠাণ্ডা থাকলেও বেলা বাড়লেই বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের জেলা গুলি যেমন, জলপাইগুড়ি-কোচবিহার-উত্তর দিনাজপুর-মালদায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমবে বলেই খবর।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023