বড়দিনের আগেই ডুয়ার্সে ‘ট্যুরিস্ট বন্ধু’

বড়দিনের আগেই ডুয়ার্সে পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের তরফে চালু করা হল ‘ট্যুরিস্ট বন্ধু’ নামে বিশেষ বাহিনী। ডুয়ার্সের লাটাগুড়ি বাজারে শনিবার জেলা শাসক মৌমিতা গোদারা বসু এবং জেলা পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো। গাড়ি, স্কুটি সহ পুরুষ ও মহিলা পুলিশ কর্মী সহ সিভিক ভলান্টীয়ার রাখা হয়েছে ট্যুরিস্ট বন্ধু সহযোগি বুথে।

ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া লাটাগুড়িতে রয়েছে প্রায় শতাধিক বেসরকারি কটেজ। কয়েকটি সরকারি রিসর্ট রয়েছে।বড়দিনের আগে থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ডুয়ার্সে প্রচুর পর্যটকদের ভীড় হয়।

বিভিন্ন সময়ে ডুয়ার্সে বেড়াতে এসে পর্যটকদের গাড়ির ভাড়া বেশি, রিসর্টের পরিষেবা নিয়ে অভিযোগ হয়েই থাকে। বনদপ্তরের অফিস পাশেই থাকলেও বুনো জন্তুর হামলা, উপদ্রব থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া ছাড়া অন্য কিছুই বনকর্মীরা করতে পারেন না।

ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়েও অনেক সময় অভিযোগ ওঠে।তাছাড়া মেয়েদের উত্যক্ত করার প্রবনতাও দেখা যায়। স্থানীয় বা বাইকে করে আসা কিছু যুবক ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে আসা মহিলাদের কটুক্তি করে, উত্যক্ত করে বলে আগে থেকেই অভিযোগ রয়েছে।

সবদিক বিচার করে লাটাগুড়ির মতো মধ্যমনি পর্যটন কেন্দ্রে জেলা পুলিশের পক্ষ থেকে ‘ট্যুরিস্ট বন্ধু’ নামে নতুন ফোর্সের পরিষেবা আজ থেকেই চালু হল ডুয়ার্সে।

জেলা পুলিশ সুপার বিশ্বজিত মাহাতো জানান, ২৪-৩ জানুয়ারি পর্যন্ত এই ভ্রাম্যমান ট্যুরিস্ট বন্ধু ফোর্স কাজ করবে। তারপর থেকে লাটাগুড়িতে স্থায়ীভাবে থাকা ট্যুরিস্ট বন্ধু সহযোগি বুথ থাকবে।দুটি বড় গাড়ি, ৫ টি স্কুটি নিয়ে গড়া হয়েছে ট্যুরিস্ট বন্ধু স্পেশাল ফোর্স। প্রতি গাড়িতে চালক ছাড়া ৬ জন করে পুলিশ, সিভিক থাকবে।বিশেষ প্রশিক্ষিত উইনার্স নামে মহিলা বাহিনীর ২ জন করে এক একটি স্কুটিতে থাকবে।আলাদা করে ১০ জন সিভিক পুলিশ রাখা হয়েছে।গাড়িতে নির্দিষ্ট নম্বর লেখা আছে, গাড়িতে ট্যুরিস্ট বন্ধু লেখাও আছে। এই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম পর্যন্ত পর্যিটকদের ভীড় সামলাতে, সুষ্ঠু পরিষেবা দিতেই এই ট্যুরিস্ট বন্ধু নামে বিশেষ ফোর্স গঠন করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।

জেলা শাসক মৌমিতা গোদারা বসু জানান, ট্যুরিস্ট বুথ যখন হল। তখন আগামী কয়েকদিনে এখানে হাল্কা খাবারের বুথ করা হবে । খুব ভাল উদ্যোগ পুলিশের। পর্যটকদের সার্বিক দিক দেখা হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube