
নিউজটাইম ওয়েবডেস্ক : এগিয়ে গেল বাংলাদেশ। ব্রেন ডেড রোগীর থেকে নেওয়া কিডনি সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। জানা গিয়েছে বুধবার রাত ব্রেন ডেড হন ২০ বছরের সারা। তাঁর মা, পেশায় স্কুল শিক্ষিকা তখন মেয়ের দেহ দান করার সিদ্ধান্ত নেন।মেয়ের দুটি কিডনি এবং দুটি কর্নিয়া দান করেন তিনি।
এগিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউরোজলি বিভাগের(বিএসএমএমইউ) ট্র্যান্সপ্ল্যান্ট সার্জন হাবিবুর রহমান দুলাল এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেন। সারা’র একটি কিডনি বিএসএমএমইউ’তে থাকা এক রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়। অন্যটি ন্যাশানাল কিডনি ফাউন্ডেশন প্রতিস্থাপন করেছেন। এই ঘটনা বাংলাদেশে প্রথমবার ঘটল।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023