ব্রিটেনকেও এবার ছাড়িয়ে গেল ভারত! একদিনে ১০ হাজার টপকাল দেশে আক্রান্তের সংখ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক :  নিত্যদিন করোনা আক্রান্তের নতুন নতুন রেকর্ড বহাল রেখেছিল ভারত। তবে শুক্রবার পূর্বের সবকিছুকে ছাপিয়ে সর্বকালীন রেকর্ড গড়ল এই দেশ। এর আগে শেষ পাওয়া ২৪ ঘন্টার রিপোর্টের নিরিখে এদেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯,৯৯৬। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে সেই সংখ্যাটা ১০ হাজার টপকাল। একইসাথে করোনার বলি হয়েছেন ৩৯৬ জন। সংক্রমনের নিরিখে ব্রিটেনকে পেছনে ফেলে ক্ষতিগ্রস্ত ১০ দেশের তালিকায় চার নম্বরে নাম লেখাল ভারত।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনর তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৯৫৬ জনের শরীরে মিলেছে করোনার জীবানু। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন, ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩৯৬ জন। এর পর মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৮,৪৯৮। একনও পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লক্ষ ৬৩ হাজার ৪৪৫ জনের। গত ২৪ ঘণ্টায়  কোভিড পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩০৫ জনের। 

৮ জুন থেকে দেশে শুরু হয়েছে আনলক ১.০। এর পর থেকেই প্রতিদিন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা প্রশাসনের কাছে রীতিমতো উদ্বেগের কারন হয়ে দাঁড়িয়েছে। একদিকে দেশের সংকটময় অর্থনীতি অন্যদিকে জনসাধাকের জীবন। সব মিলেয়ে বর্তমানে নাজেহাল দশা সরকারের। বৃহস্পতিবার কোরনা আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছে মহারাষ্ট্র। সেখানে এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৬০৭ জন। প্রাণহানী হয়েছিল ১৫২ জনের। মহারাষ্ট্রে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭,৬৪৮ জন। যা কানাডাকেও ছাপিয়ে গেছে। 

তবে আশার কথা হল। ভারতে মৃতের তুলনায় করোনা আক্রান্তদের সুস্থতার হার অনেক বেশি। ইতিমধ্য়েই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন ১ লক্ষ ৪৭ হাজার ১৯৫ জন। পূর্বের পরিসংখ্যান অনুসারে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেনর ওপরেই রয়েছে ভারতের স্থান। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে সেই সংক্রমণের নিরিক্ষে চতুর্থ স্থানে থাকা ব্রিটেনকেও টপকে গেছে ভারত। যার ফলে নতুন করে চার বেড়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রকের। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube