
নিউজটাইম ওয়েবডেস্ক : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু থেকেই উত্তেজনার পরিবেশ লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে নামেন ছাত্র-শিক্ষকদের একাংশ।
প্ল্যাকার্ড হাতে শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান তোলেন তারা। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-এর কোনো জমি বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর হচ্ছে না বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বস।কিন্তু এতে সন্তুষ্ট হননি আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা। আন্দোলনরতরা জানান, ‘শিক্ষামন্ত্রীর মুখের কথাতে আমরা বিশ্বাসী না। ইসি মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে হবে তবেই আমরা আন্দোলন থেকে সরে যাব।’Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023