
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার সোনা পেতা টোল প্লাজায় । ব্রাউন সুগার সহ আটক করা হয় দুই ব্যক্তিকে । গোপন সূত্রে খবর পায় তমলুক থানার পুলিশ ।
সোনা পেতা টোল প্লাজার কাছে পুলিশ একটি ফোর হুইলার গাড়ি আটক করে । গাড়ির মধ্য থেকে কিছু ব্রাউন সুগার উদ্ধার হয় । তারপরেই ওই দুই ব্যক্তিকে আটক করে তমলুক থানার পুলিশ । আটক দুই ব্যক্তির বাড়ি তমলুক থানার উত্তর সোনামুই গ্রামে । একজনের নাম শেখ নুর ইসলাম (৩০ বছর), অপরজনের নাম শেখ শাকিল উদ্দিন (২২)। তমলুক থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে । মূলত ভাবে পুলিশ জানতে চেষ্টা করছে জিনিস গুলি কোথা থেকে আনা হয়েছে এবং এদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে ।
ধৃতদের কাছ থেকে মোট একশ তিনটি প্যাকেট উদ্ধার করা হয়েছে । জানা গেছে প্রতিটি প্যাকেটের ভেতর কুড়িটি করে পুরিয়া আছে । এক একটি পুরিয়ার মূল্য ২০০ থেকে ২৫০ টাকা । মোট ওজন ৪৭৫ গ্রাম । আর এই পরিমাণ ওজনের মূল্য বাজারদর প্রায় চার থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা । পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাউন সুগার গুলি আনা হয়েছিল খড়গপুরের দিক থেকে তমলুকের উদ্দেশ্যে ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023