
।। স্বর্ণালী মান্না ।।
ব্যারাকপুরের মতো জনবহুল এলাকায় ভর সন্ধ্যেবেলা সোনার দোকানে চলল গুলি । ঘটনায় মৃত্যু হয়েছে সোনার দোকানের মালিকের ছেলের । গুলিবিদ্ধ হয়েছেন একাধিক । ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ । তবে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও ধরা পড়েনি দুষ্কৃতীরা ।
এই ঘটনায় শোকাহত নিহতের পরিবার । শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সাথে কথা বলে সাংসদ অর্জুন সিংহ জানান, ব্যারাকপুর শিল্পাঞ্চলে এরকম ঘটনা প্রথমবার ঘটেছে । পাশাপাশি তিনি জানালেন, তবে এদিন আততায়ীরা খুন করার ও ভয় দেখানোর উদ্দেশ্য নিয়েই এসেছিল । সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানান, টিটাগড় থানার ভূমিকা নিয়ে এলাকার মানুষের যথেষ্ট ক্ষোভও রয়েছে । তবে তিনি কমিশনরের সাথে দেখা করে এই বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন । বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, ব্যারাকপুর এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ।অভিযোগ তুলেছেন পুলিশ-অপরাধীদের গোপন আঁতাত নিয়ে ।
অন্যদিকে প্রাক্তন বাম সাংসদ তড়িৎবরণ তোপদার বিস্ফোরক মন্তব্য করে পুলিশের অক্ষমতার উপর সব দায় চাপিয়েছেন । তিনি জানিয়েছেন, পুলিশ প্রশাসনের দক্ষতা শূন্যয় এসে দাঁড়িয়েছে । এর পরেও তিনি বিশ্বাস করেন অপরাধীরা ধরা পড়বে ।পাশাপাশি তিনি জানান, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে । পুলিশকে শুধুই বিরোধীদের দমন করার কাজে লাগানর ফলে স্বাভাবিকভাবেই তাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ।
পুলিশি ব্যর্থতার সুর পাওয়া গেল কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির কন্ঠেও । তিনি জানালেন, নিরপরাধ মানুষদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে । এতে প্রশাসনিক ব্যর্থতাই প্রকাশ পাচ্ছে । পাশাপাশি, আইসির পদত্যাগের দাবিতে টিটাগড় থানা ঘেরাও ও গান্ধি ঘাট মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানালেন ।
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে বাড়িওয়ালার সাথেও কিছু সমস্যার কারণে মামলাও চলছিল পরিবারটির ।গত দু’বছর ধরে চলছিল আইনি লড়াই । নিহতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল দোকান ছাড়তে । হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বাড়ির মালিক বাচ্চু ঘোষের বিরুদ্ধে ।এমনটাই অভিযোগ করেন স্বর্ণ ব্যবসায়ী ও নিহতের বাবা, নীলরতন সিং । ব্যারাকপুরের শ্যুটআউটের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? শ্যুটআউটের কারণ কি ডাকাতি না রয়েছে অন্য কোনও রহস্য?
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023