ব্যারাকপুরকাণ্ডে স্বর্ণ শিল্পী বাঁচাও সমিতির আন্দোলন

উত্তর ২৪ পরগনাঃ গত বুধবার ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে খুন হয়েছিলেন সোনার দোকানের মালিকের ছেলে । সেই ঘটনায় প্রতিবাদে আজ পুলিশ কমিশনারের অফিস পর্যন্ত মিছিল করে স্বর্ণ শিল্পী বাঁচাও সমিতি । আজ সকাল থেকে বন্ধ রয়েছে ব্যারাকপুর পলতা জুড়ে সমস্ত সোনার দোকান ।

এই সোনার দোকানের মালিক-কর্মচারীরাই মিছিলে অংশ নিয়েছেন । তাদের বক্তব্য বারবার সোনার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে, প্রশাসনকে জানিয়েও কোন ফল হচ্ছে না । বুধবার দিনের ঘটনা প্রসঙ্গে  প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেফতার করতে হবে । শুধু তাই নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও করা হোক বলে দাবি জানিয়েছেন তাঁরা ।

ভবিষ্যতে যাতে কোন দুষ্কৃতী এ ধরনের অন্যায় করতে সাহস না পায় নজর রাখতে হবে সেই বিষয়ও । তাই আজ মৌন মিছিল করে কমিশনারের কাছে ডেপুটেশন দেন তাঁরা । তাঁদের আরও দাবি, এতে যদি সুফল না পাওয়া যায় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে ; তখন শুধু ব্যারাকপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ বন্ধ রাখা হবে ।

এদিন নীলাদ্রির পরিবারের সঙ্গেও দেখা করে তার বাবার সঙ্গেও কথা বলে এই প্রতিনিধি দল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube