
চাঁদিফাটা চৈত্র । চৈত্রের শেষেই গ্রীষ্ম জানান দিয়ে যাচ্ছে, সে শুধু এসেছে তাই নয় বরং জাঁকিয়ে বসেছে বাংলায় । আর সেই তাপমাত্রার জেরে কার্যত নাজেহাল বঙ্গবাসী । সপ্তাহের শুরুতেই ৩৭ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা । সপ্তাহ শেষে ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই হবে তাপমাত্রা বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ।
দক্ষিণবঙ্গের পাঁচ থেকে সাত জেলায় স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি তাপমাত্রা বেশি থাকতে পারে । উত্তরবঙ্গে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপস প্রবাহের সম্ভাবনা । পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নিম্নচাপ অক্ষরেখা রয়েছে কেরল থেকে মহারাষ্ট্র পর্যন্ত, ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত। বাংলায় দাবদাহ পরিস্থিতি থাকলেও পড়শি রাজ্য ঝাড়খন্ড উড়িষ্যায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েক দিনের।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ‘আধ মরাদের ঘা মেরে’ বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ উইমেন্স কলেজ ক্যালকাটা - June 6, 2023
- ‘মৃত্যুযান’ করমণ্ডল! - June 3, 2023
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023