
।। স্বর্ণালী মান্না ।।
শ্রীনগরের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাল সুশীল রেড্ডিকে । আইআইটি বম্বের প্রাক্তনী সুশীল এনার্জি এঞ্জিনীয়ারিং বিভাগের ছাত্র ।
কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সৌর-শক্তি দ্বারা চালিত একটি বৈদ্যুতিক গাড়িতে ৫০০০ কিমি যাত্রা করেন তিনি । মাত্র ৫৫ দিনে ৫০০০ কিমি যাত্রা করে এনআইটি-তে পৌঁছান ।এমনকি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম রয়েছে তাঁর ।
তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন ইন্সটিটিউটের রেজিস্ট্রার অধ্যাপক সইদ কাইসার বুখারী সহ অন্যান্য আধিকারিকরা ।এনআইটি শ্রীনগরের ডিরেক্টর, রাকেশ সেহগল জানিয়েছেন, ভারতে বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ।এই ধরণের যানবাহনে যেমন বায়ু দুষন রোধ হয়, ঠিক তেমনই দেশে নতুন কাজের সুযোগ করে দেয় ।
এনআইটি শ্রীনগরে পৌছিয়ে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তাঁর যাত্রাপথ ঠিক কেমন ছিল তা নিয়ে কথা বললেন সুশীল রেড্ডি । এদিন সকলের সাথে কথা বলে তিনি নতুন প্রজন্মকে বৈদ্যুতিক গাড়িকে পেট্রোল বা ডিজেল গাড়ির বিকল্প হিসেবে বেছে নিতে উৎসাহ দেন ।এর পাশাপাশি দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে আগামী প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023