
নিউজটাইম ওয়েবডেস্ক : “জুন মাসের বিল না পাওয়া পর্যন্ত টাকা দেবেন না।” সাধারণ মানুষের উদ্দেশ্যে বললেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিদ্যুৎ বন্টন সংস্থা সিইএসসির সাথে বৈঠকের পর এমনটাই জানান তিনি।
প্রসঙ্গত মাত্রাছাড়া বিলের অঙ্কের জন্যে ক্রমাগত প্রতিবাদে রীতিমত পিছু হঠছে সিইএসসি। টানা দু দিন এই নিয়ে আলোচনা চলার পর, সংস্থার তরফ থেকে জানানো হয়, এপ্রিল এবং মার্চ মাসের বকেয়া টাকা দিতে হবে না। এখন শুধু মাত্র জুন মাসের বিল মেটালেই চলবে। সংস্থার এই বক্তব্য প্রকাশের পরেও বিভিন্ন রকমের ধন্ধ শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। যারা ইতিমধ্যেই বর্দিত বিলের অঙ্ক অনুযায়ী বিল মিটিয়ে দিয়েছেন তারা কী করবেন? জুন মাসের যে নতুন বিল আসবে বলে জানানো হয়েছে তা কবে আসবে? এই বিলে কত ইউনিট ধরা হবে? এই সমস্ত প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের কাছ থেকে। এই বিষয়ে প্রশ্ন করলে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তাঁর সাথে সিইএসসি কর্তাদের কথা হয়েছে। তাঁরা ফের নতুন বিল পাঠাতে সম্মত হয়েছেন। তবে তাতে দু’-তিন দিন সময় লাগবে সেইটুকু অপেক্ষা করতে হবে সাধারণ মানুষকে। এই বিষয়ে সিইএসসির একটি আভ্যন্তরীন বৈঠক হয় এবং তারপরই তাঁরা নতুন বিলের কথা প্রকাশ করেন। তবে গ্রাহকদের বাকি প্রশ্নের উত্তর তাঁরা এখনও দেননি। তার জন্য আরও খানিকটা সময় চেয়েছে। শোভনদেব বাবু এই বিষয়ে বলেন, নতুন বিল যখনই আসুক লেট ফাইন দিতে হবেনা গ্রাহকদের। এমনকি তাঁরা ছাড়ও পাবেন। এবং লাইনও কাটা যাবেনা দেরি হলে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022