
নিউজটাইম ওয়েবডেস্ক : আর মাত্র কয়েকটা দিন তারপরেই মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এই মুহূর্তে টালা ব্রিজের বেহাল অবস্থার জেরে ভুগতে হতে পারে পরীক্ষার্থীদের। এবার সেকথা মাথায় রেখেই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার কলকাতা পুলিসের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠক ঠিক হয় এমনভাবে পরিক্ষাকেন্দ্র গুলিকে নির্বাচন করা হবে যাতে পরীক্ষার্থীদের ঘুরপথে যেতে না হয়। এমনকি পরীক্ষার্থীদের সুবিধার জন্য টালা ব্রিজের উপর মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ।
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরিক্ষা শুরু হচ্ছে। তার কিছুদিন পরেই ফের উচ্চমাধ্যমিক শুরু হবে। সব মিলিয়ে টালা ব্রিজের জন্য যাতে পরীক্ষার্থীরা বিপাকে না পড়ে তাই বিটিরোড সংলগ্ন এলাকায় ঠিক কোন কোন স্কুল রয়েছে যেখানে পরীক্ষার সিট পড়েছে সেই তথ্য সংগ্রহ করার জন্য সাজানো হচ্ছে ট্রাফিক সিস্টেম।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023