বেসরকারি বাসের ভাড়া বাড়বেনা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : বেসরকারি ও মিনি বাসের ভাড়া বাড়বেনা, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী তিন মাস বাস মালিকদের সাহা‌য্য করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর সাথে সাথে কলকাতা মেট্রোও চালু করার উদ্যোগ নিল রাজ্য প্রশাসন। সামাজিক দুরত্ব বজায় রাখার কথা হলেও, মেট্রোয় ‌যত আসন তত ‌যাত্রী নিয়ে চালানো ‌যাবে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে জাানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি সাংবদিক বৈঠকে জানান, বাস ভাড়া বাড়াতে না পারলেও, আগামী তিন মাস সমস্ত বেসরকারি ও মিনি বাসের মালিকদের মাসিক ১৫ হাজার টাকা করে সাহা‌য্য করবে রাজ্য সরকার। এছাড়া মেট্রো পথ চালু করা ‌যায় কিনা সেই নিয়ে পুলিশ কমিশনার অনুজ শর্মা বৈঠক করছেন। এই বৈঠক সফল হলে ১লা জুলাই থেকে চলতে পারে মেট্রোও।

গত ২০ দিন ধরে নাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল, ডিজেলের দাম। এই কারণে বেশ সঙ্কটে পড়েছেন বাস মালিকেরা। এই নিয়ে তারা ক্রমাগত সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে চলেছেন। বেশ কম সংখ্যক বাস চললেও করোনার জেরে বেশ কম ‌যাত্রী সংখ্যা। ফলে চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন বেসরকারি ও মিনি বাস।

এমতাবস্থায় ভাড়া না বাড়িয়ে রাস্তায় বাস নামাতে রাজি ছিলেন না মালিক পক্ষ। আবার সাধারণ ‌যাত্রীর পক্ষেও বিপুল হারে বর্ধিত ভাড়া বহন করা এই লকডাউনের আবহে সম্ভব ছিলনা। ফলে দু’পক্ষের মধ্যে একটি মধ্যস্থতায় আসার জন্য দফায় দফায় আলোচনা করছিল রাজ্য সরকার। ইতিমধ্যে অন্যান্য রাজ্যে বাসের ভাড়া বাড়ানো হয়েছে, ফলে একটু চাপেই ছিল রাজ্য প্রশাসন।

শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই অবস্থায় কোনো ভাবেই বাসের ভাড়া বাড়ানো ‌যাবেনা। এবং সাধারণ মানুষের প্রয়োজনে অন্ততপক্ষে ৬ হাজার বাস ও মিনিবাস নামাতে হবে। তাঁদেরকে এই ১৫ হাজার টাকার ভর্তূকী দিতে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ২৭ কোটি টাকা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube