
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘বেশরম রং’ গানটি নিয়ে চর্চা যেন থামছেই না। ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার ওই গান। শুরু হয়েছে চর্চা।বিভিন্ন মিম’এ ছয়লাপ ফেসবুক। দীপিকার ছবির সঙ্গে ফটোশপ করে অন্ কাউকে বসিয়ে চলছে ট্রোলিং। এবার সেই ট্রোলিং গড়াল রাজনীতির ময়দান পর্যন্ত।
নেটিজেনদের একাংশের মতে গানটি ভারতীয় সংস্কৃতি বিরোধী। এমনকি গেরুয়া রঙের অবমাননা করা হয়েছে ওই গানে এমন অভিযোগও উঠেছে। এবার সেই ট্রোলিং থেকে থানায় দায়ের হল মামলা।ফেসবুকে ‘বেশরম রং’ গানটির একটি স্টিল ছবি ঘুরছে। শাহরুখ-দীপিকার একটি দৃশ্য। তবে দীপিকার মুখের জায়গায় রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথের ছবি। ‘আজহার এসআরকে’ নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ছবিটি। নিমেষেই ভাইরাল হয়েছে ছবিটি। তুমুল সমালোচনা শুরু হয়েছে ছবিটি নিয়ে। মুখ্যমন্ত্রীকে এই অবমাননা মানতে পারছেন না অনেকেই। ইতিমধ্যেই ওই অ্যাকাউন্টের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে লখনউ পুলিশে।ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় দায়ের করে হয়েছে অভিযোগ। ওই ব্যক্তিকে দ্রুত আটক করার আবেদন জানানো হয়েছে পুলিশকে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023