
নিউজটাইম ওয়েবডেস্ক : ১২ ডিসেম্বর শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেতেই শুরু হয়েছিল বিতর্ক। গানটির একটি দৃশ্যে গেরুয়া রঙের বিকিনি পরে দেখা গিয়েছিল দীপিকা পাডুকোনকে। হিন্দুত্ববাদীদের বক্তব্য ছিল, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। বিহারের মুজফফরপুরে এই মর্মে এফআইআর’ও দায়ের করা হয়েছিল। এমনকি, এই ছবি বয়কটের ডাক দিয়েছিল একাংশ। এইবার ছবি মুক্তির আগেই এই ব্যাপারে নির্দেশিকা দিল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন।
সম্প্রতি সিবিএফসি, এই সিনেমা দেখেন এবং পর্যালোচনা করেন। এরপর ইয়াশ রাজ ফিল্ম প্রোডাকশনের কাছে নির্দেশিকা পাঠান। বোর্ডের ডিরেক্টর প্রসূন যোশী এদিন, গাইডেন্স অনুযায়ী, সিনেমার গানের দৃশ্যে সংশোধন এনে তা আবারও বোর্ডে জমা দেয়ার নির্দেশ দেন। আগামী বছর জানুয়ারী মাসে হিন্দি, তামিল, তেলেগু ভাষায় এই সিনেমা মুক্তি পাওয়ার কথা। তার আগেই সাধারণ মানুষের ভাবাবেগের কথা ভেবেই এমন নির্দেশ দেওয়া হল, বলে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023