আজ মা সারদার
১৭০ তম জন্মতিথি। জয়রামবাটির পাশাপাশি সেজে উঠেছে বেলুড় মঠ।ভোর ৪টে ৪৫ মিনিটে মঙ্গলারতি
দিয়ে শুরু হয়েছে আরাধনা। মা সারদাকে সাজানো হয়েছে লাল বেনারসী শাড়িতে। পরানো হয়েছে
সোনার গহনায়।মায়ের চারিপাশ সাজানো হয়েছে ফুলে ফুলে।
এরপর শুরু হয়েছে
বিশেষ পুজোপাঠ। আজ সারাদিনই চলবে মা সারদার আরাধনা।চলবে বেদ পাঠ। এছাড়াও বিশেষ অনুষ্ঠানের
আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বেলুড় মঠ চত্বরে ভিড় জমিয়েছেন ভক্তরা। একবার মায়ের দর্শন
পেয়ে আবেগী হয়ে পড়েছে ভক্তকূল। মায়ের ভক্তদের বিতরণ করে হবে প্রসাদ।