নিউজটাইম ওয়েবডেস্ক :
আজ দোলযাত্রা। এই দিনে বিশেষত বাঙালিরা রঙের খেলায় মেতে ওঠেন। সেই রঙ ছড়িয়ে পরে সবখানে। রামকৃষ্ণ-বিবেকানন্দ পীঠস্থান ‘বেলুড় মঠ’ও মাতোয়ারা হল সেই রঙের উৎসবে।আজ বেলুড় মঠের সমস্ত সন্ন্যাসী-আবাসিকরা রঙ মেখে আত্মহারা হলেন।
রামকৃষ্ণর সামনে গাইলেন নামগান। তারপর প্রদক্ষিণ করলেন বেলুড়
মঠের চত্বর। সন্ন্যাসীদের বছরের অন্যান্য সময় কেবলমাত্র গেরুয়া বসন পরেই দেখা যায়।
আজ সেই একরঙা বসনে মিশে গেল লাল, গোলাপী, হলুদ, নীল রং। মন্দির গঙ্গাপ্রান্তে দু-হাতে
নামগানে মাতোয়ারা হলেন তাঁরা। তৈরি হল মধুর মুহূর্ত।