
।। সন্দীপ সুর ।।
ইউরোর বাছাই পর্বের আগে অধিনায়ক বদলের পালা চলছে জাতীয় দলগুলিতে। ফ্রান্সের পর এবার নেতা বদল হল বেলজিয়ামেও। ইডেন হ্যাজার্ড অবসর নেওয়ার ফলে বেলজিয়াম দলের নেতৃত্বের আর্ম ব্যান্ড উঠল কেভিন দারইনার হাতেই। তার ডেপুটি করা হয়েছে গোলরক্ষক থিবো কুর্তোয়াকে। জাতীয় দলের হয়ে ৯৭টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ম্যান সিটি তারকার। শুক্রবার সুইডেনের বিরুদ্ধে ইউরোর বাছাই পর্বের অভিযান শুরু করছে বেলজিয়াম।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023