নিউজটাইম ওয়েবডেস্ক :
২০২২ এর ২৪ এপ্রিল
বিয়ে করেন অভিনেতা রনবীর কাপুর এবং অভিনেত্রী আলিয়া ভাট। দীর্ঘ পাঁচ বছর প্রেম করে
যেভাবে দাম্পত্যের জার্নিতে যেতে চেয়েছেন, ঠিক সেইভাবেই অভিভাবকত্বের স্বাদও চেয়েছেন।
গত বছর ৬ নভেম্বর আলিয়া-রনবীরের ঘর আলো করে এসেছে লক্ষ্মী। ঠাকুমা নীতু কাপুর আদর করে
নাম রেখেছেন ‘রাহা’।
ছোট্ট ‘রাহা’কে
কেমন দেখতে তা দেখতে বেশ উৎসাহী পাপারাৎজিরা, যদিও আলিয়া রনবীর সিদ্ধান্ত নিয়েছেন এত
তাড়াতাড়ি মেয়ের চেহারা প্রকাশ্যে আনতে চান না। তাই মেয়ের ছবি সামাজিক মাধ্যমে না দেওয়ার
আবেদন জানিয়েছেন পাপারাৎজিদের। কিন্তু তাদের কৌতুহল কী আর কমানো যায়? তাই আজ সামাজিক
মাধ্যমে ধরে পড়েছে বেবি ‘রাহা’র ছবি।
জানা গিয়েছে,
আজ সকালে মা বাবার সঙ্গে মর্নিং ওয়াকে গিয়েছিল বেবি রাহা। আর সেই ছবিই তুলেছেন পাপারাৎজিরা।
যদিও আলিয়া-রনবীর কন্যার মুখ ঢাকা রয়েছে ইমোজি দিয়ে। কিন্তু দেখা গিয়েছে রনবীর-আলিয়াকে।
আর ছবিতে দেখা গিয়েছে ‘রাহা’র ছোট্ট হাত-পা।