
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। বিশ্বজিৎ ঘোষ ।।
দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল ক্যাম্পাসে চার চাকার গাড়ির বেপরোয়া গতিতে ভাঙলো তিনটি গাছ ও একটি ল্যাম্প পোস্ট। ঘটনায় গাড়িতে থাকা এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয় ও আশঙ্কাজনক দুইজন।মৃত তৃতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার নাম অনঘ মান্না। বয়স ২৩। সে মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক আরও এক ডাক্তারি পড়ুয়া নীলাভ রায় ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নীল বোরা। পুলিশ ও কলেজ সুত্রে খবর, রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুরের ভাড়া বাড়ি থেকে ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নীল বোরার গাড়িতে করে ওই বেসরকারি হাসপাতালে আসছিলেন তারা। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি গাছ ও একটি ল্যাম্প পোস্ট ভেঙে ফেলে। নিরাপত্তা রক্ষীরা তড়িঘড়ি ছুটে আসে এবং দুর্গাপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অনঘ মান্নাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দুজন চিকিৎসাধীন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023