বেঙ্গালুরুতে দু’মাসের ব্যবধানে ফের কোভিডে আক্রান্ত এক মহিলা

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে পুনঃসংক্রমণের ঘটনা ভারতে। গত জুলাই মাসে করোনায় আক্রান্ত হওয়া বেঙ্গালুরুর এক মহিলার শরীরে ফের বাসা বাধল এই মারণ ভাইরাস। ইতিমধ্যেই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে বছর ২৭-এর ওই মহিলা  বেঙ্গালুরুর প্রথম করোনা আক্রান্ত রোগী ছিলেন। তবে এবারে তাঁর শরীরে তেমন কোনও উপসর্গ নেই। কিন্তু কিভাবে তিনি পুনরায় আক্রান্ত হলেন তা নিয়ে ধন্ধে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রথমবার যখন তিনি সুস্থ হয়েছিলেন হয়তো সেই সময় তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। কিংবা হলেও সেই অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী হয়নি। সেই কারণেই তিনি দ্বিতীয়বার আক্রান্ত হয়েছেন। কিন্তু যদি অ্যান্টিবডি না তৈরিই হয়, তাহলে কেন সেটি গঠন হল না, সেটাই এখন ভাবনার বিষয়। এই ঘটনা অতীতে আইসল্যান্ড বা চিনের মতো দেশে দেখা গিয়েছিল। কিন্তু এবার যদি এই দেশেও পুনঃসংক্রমণেরক ঘটনা ঘটে, তাহলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে।

এদিকে আবার দেশে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখের ঘর। যার ফলে বিশ্বের মধ্যে ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। গত ২৪ ঘন্টায় দেশে ৯০ হাজার ৮০২ জন আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। যার ফলে ভারতে মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা বেড়ে হল ৪২ লক্ষ ৪ হাজার ৬১২। অন্যদিকে দেশে মৃতের সংখ্যাও আগের মতো উদ্বেগজনক পর্যায়তেই রয়েছে। গত ২৪ ঘন্টায় ১০১৬ জনকে নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭১ হাজার ৬৪২। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube