বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি

বেঙ্গল সাফারি পার্কে ফের নতুন অতিথির আগমন । এবার একটি ফুটফুটে হিমালয়ান ব্ল্যাক বিয়ারের জন্ম হল বেঙ্গল সাফারি পার্কে । ফলে খুশির হাওয়া বেঙ্গল সাফারি পার্কে । সাফারি পার্কের পক্ষ থেকে জানা যাচ্ছে, জন্মের পর ভাল্লুক ও তার শিশুটি, দুজনেই সুস্থ রয়েছে ।

রয়্যাল বেঙ্গল বাঘের পর এই প্রথম সাফারি পার্কে ভাল্লুকের জন্ম হল । ফলে এখন বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সংখ্যা বেড়ে হল ছয়টি । ২৭ মার্চ রাতে জন্ম হয় হিমালয়ান ব্ল্যাক বিয়ারের ওই শাবকটির । হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা ভাল্লুক দম্পতি ফুরবু ও ধ্রুব ওই শাবকের জন্ম দেয় । বর্তমানে শাবক সহ ফুরবুকে নাইট শেল্টারে রাখা হয়েছে । চব্বিশ ঘন্টা চলছে কড়া নজরদারিও । যদিও নিজের শাবককে একদমই কোল ছাড়া করছে না মা ফুরবু ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube