বেকারত্বের হারে জাতীয় গড়ের চেয়ে ‘অনেক ভালো’ অবস্থায় বাংলা, খুশি মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার মধ্যেও ক্রমশ কমছে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার। এতে খুব খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সি এম আর আই এর সাম্প্রতিক তথ্যকে হাতিয়ার করে টুইটারে নিজের সরকারের গুণগান করলেন মমতা। 

সি এম আর আই -এর তথ্য অনুযায়ী জুন মাসে রাজ্য বেকারত্বের হার ৬.৫ শতাংশ। জাতীয় গড় ১১ শতাংশ। সংগঠিত শ্রমিকদের মধ্যে করা এই সমীক্ষা অনুযায়ী, আনলক ১-এ কিছুটা সচল হয়েছে অর্থনীতি। এপ্রিলে যেখানে বেকারত্ব ছিল ২৩ শতাংশ, এখন সেটা কমে ১১ শতাংশ হয়েছে। এপ্রিলে কঠিন লকডাউনে রাজ্যে ১৭ শতাংশ মানুষ কর্মহীন ছিলেন, সেটা অনেকটাই কমেছে দুই মাসে। এর মধ্যেই আমফানের প্রভাব সহ্য করেছে রাজ্য। 

এই প্রসঙ্গে মমতা বলেন যে তাঁর সরকারের সুদৃঢ় অর্থনৈতিক কৌশলের কারণেই বেকারত্বের হার অনেকটা কম। এই পরিপ্রেক্ষিতে মমতা বলেন যে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান জাতীয় গড়ের চেয়ে অনেকটাই ভালো। একই সঙ্গে উত্তর প্রদেশ (৯.৬ শতাংশ) ও হরিয়ানার ( ৩৩.৬ শতাংশ) চেয়ে অনেক ভালো বলে তিনি আলাদা করে উল্লেখ করেন। প্রসঙ্গত, এই দুটি রাজ্যই বিজেপি শাসিত। 

আমফান ত্রাণে দুর্নীতি নিয়ে ঘরে বাইরে চাপে মমতা। তার মধ্যেই এই পরিসংখ্যান তাঁর হাত শক্ত করবে বলেই মনে করে ওয়াকিবহাল মহল। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube