
নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীর ভাইঝির চাকরি বাতিল হল আদালতের নির্দেশে। কমিশন বেআইনি-ভাবে নিয়োগপত্র পাওয়া গ্রুপ সি কর্মীদের যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় ৬০৮ নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের। জানা গিয়েছে, এই বৃষ্টি মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে।
বীরভূমের বোলপুরে উচ্চ বিদ্যালয়ে করণিক পদে যোগদান করেছিল বৃষ্টি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফাও দিয়েছিলেন তিনি। যদিও বৃষ্টির বাবা নীহার মুখোপাধ্যায়ের দাবি, তাঁর মেয়ে মানসিক রোগী। দীর্ঘদিন ধরেই বৃষ্টি মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গিয়েছে। এমনকি বর্তমানে বৃষ্টি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন বলেও জানিয়েছেন নীহার।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023