বৃহস্পতিবার ফের কমল সোনার দাম, রুপোও হল সস্তা

নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবারও নিম্নমুখী রইল সোনার দাম। এই নিয়ে টানা তিন দিন সোনার দরে পতন দেখা গেল। 

এ দিন এমসিএক্স সূচকে অক্টোবর গোল্ড ফিউচার্স-এ ০.১% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫০,৭৭১১ টাকা। সূচকে ০.০৫% পতনের জেরে প্রতি কেজি রুপোর দাম দাঁড়াল ৬৮,২৮৭ টাকা। 

গতকাল দিনের শেষে প্রতি ১০ গ্রাম হিসেবে সোনার দাম ৬৫০ টাকা পড়ে। পাশাপাশি, প্রতি কেজিতে রুপোর দাম একধাক্কায় ২,৬৫০ টাকা পড়ে যায়। যদিও তার আগে কিছুটা চাঙ্গা হওয়ার আভাস দেখা গিয়েছিল সোনার বাজারে। 

আগের দিন সূচকে ১.৪% দর পড়ার ফলে আন্তর্জাতিক বাজারেও এ দিন নিস্তেজ রয়েছে সোনা। 

স্পট গোল্ড সূচকে এ দিন ০.১% বৃদ্ধি হয়েছে সোনার দরে, যার ফলে প্রতি ঈউব্সের দাম নামমাত্র বেড়ে হয়েছে প্রতি আউন্সে ১,৯৪৪.৫৮ ডলার। তবে সূচকে এ দিন ০.১% পতন দেখা দেওয়ায় প্রতি আউন্স রুপোর দাম যাচ্ছে ২৭.৪৮ ডলার। 

আমেরিকার ফেডেরাল রিজার্ভ সুস্পষ্ট সদর্থক আর্থিক প্যাকেজ ঘো,ণা না করার প্রভাবে ডলার দাম খানিক ঘুরে দাঁড়ানোয় সোনার দামে উত্থান-পতন আপাতত লেগে থাকবে, জানিয়েছে কোটাক সিকিওরিটিজ। তবে দামে পতন দেখা দিলে ক্রেতার ভিড় বাড়বে বলে মনে করছে সংস্থা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube