
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ধরমশালায় ভারত-দক্ষিন আফ্রিকা ওয়ান-ডে’তে এমনিতেই বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টির আশঙ্কার সঙ্গে যোগ হয়েছে নভেল করোনা আতঙ্ক। যার জেরে ম্যাচ হলে কার্যত ফাঁকা স্টেডিয়ামে খেলতে হতে পারে কোহলি-ডিককদের।
হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সুত্রে খবর, বাইশ হাজার দর্শকাশন বিশিষ্ট ধরমশালা স্টেডিয়ামের ৪০ শতাংশ টিকিট বুধবার পর্যন্ত অবিক্রিত। ম্যাচ উদ্যোক্তারা দাবি করছেন, করোনা আতঙ্কের জেরে ক্রিকেট অনুরাগীরা মাঠে গিয়ে খেলা দেখা থেকে নিজেদের বিরত রাখতে চাইছেন। গ্যালারিতে একটা বড় সংখ্যায় সমর্থকদের উপস্থিত থাকার সম্ভাবনা থাকায় ধরমশালার মানুষ স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে চাইছেন না। আরও একটা তথ্য দিয়েছেন হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থার এক কর্তা। হিমালয়ের কোলে অবস্থিত ধরমশালা স্টেডিয়ামে কর্পোরেট বক্সের সংখ্যা ১২। আন্তর্জাতিক ম্যাচ হলে ভরে যায় বক্সগুলি। সেখানে ম্যাচের আগের দিন পর্যন্ত মাত্র দুই থেকে তিনটে কর্পোরেট বক্সের টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এইচপিসিএ-র এক কর্তা। তাই উদ্যোক্তরা মনে করছেন, বৃপস্পতিবার ফাঁকা গ্যালারির সামনে কোহলিদের হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023