
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: আজ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ব্যবসা সংক্রান্ত কাজে আগ্রহ বাড়বে। ব্যবহার সংযত করা উচিৎ। আত্মবিশ্বাস বাড়বে আজ। বন্ধুদের সমর্থন পাবেন।
বৃষ: আজ পরিবারের সমর্থন পাবেন। আজ সংস্কৃতির বাহক হবেন আপনি। কাউকে দেওয়া কথা রাখবেন আজ। আজ সম্মান বাড়বে। আজ কর্মস্থানের কোনও মিটিং’এ কথায় বাজিমাত করবেন। আজ জীবনের লম্বা পরিকল্পনা করবেন। মিথুন: আজ যেকোনও কাজে উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন।অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আজ কর্মক্ষেত্রে নিজের সবরকম সম্ভাবনা কাজে লাগান। কর্কট: আজ কোনও চুক্তি করার সময় সতর্ক থাকুন। বাজেট মেনে খরচ করুন। আইনি কোনও বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। সিংহ: সিংহ রাশির জাতকদের অর্থনৈতিক উন্নতি হবে। ব্যবসায়িক বিষয়ে আজ উন্নতি হবে।আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। কন্যা: আজ সাফল্যের গতি বাড়বে।আজ কথোপকথনের মাধ্যমে সমস্যার সমাধান করুন। দীর্ঘদিনের পরিকল্পনা আজ বাস্তবায়িত হবে। তুলা: তুলা রাশির জাতকদের ভাগ্য প্রসন্ন থাকবে আজ। আজ পারিপার্শ্বিক আপনার সমর্থনে থাকবে। আজ কর্মক্ষেত্রে,ব্যবসায় সাফল্য লাভ করবেন। বৃশ্চিক: আজ কোনও গুরুত্বপূর্ণ পরিস্থিতি উপস্থিন হতে পারে। আজ আইন ভাঙার চেষ্টা করবেন না। ধৈর্য দিয়ে কাজ সম্পন্ন করুন। ধনু: আজ সকলের সঙ্গে মানিয়ে চলুন।নিজের দায়িত্ব কর্তব্য শেষ করুন। আজ পরিবার, বন্ধু সকলের সমর্থন পাবেন। মকর: আজ কর্মক্ষেত্রে মনোরম পরিবেশ বজায় থাকবে। আজ মানুষ চিনে তবেই মেলামেশা করুন। আজ আয়ের থেকে ব্যয় বাড়তে পারে, খরচ করুন বুঝেশুনে। কুম্ভ: আজ আপনার সমর্থনে কর্মক্ষেত্রে কোনও জটিল কাজ সম্পন্ন হতে পারে। আজ সৃজনশীল কাজে মনোনিবেশ করুন। আজ সুযোগের সদব্যবহার করুন। মীন: আজ ধর্মীয় স্থানে যাওয়ায় ইচ্ছে বাড়বে। আপনার স্বপ্নেরা উড়ান পাবে। কর্মক্ষেত্রে ভালো পরিবেশ পাবেন।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023