বৃত্ত সম্পূর্ণ মেসির

নিউজটাইম ওয়েবডেস্ক : এভাবেও ফিরে যায়। জীবনে চলার পথে স্বপ্নকে কখন পিছনে ফেলে আসতে নেই, লক্ষ্যপূরণে অবিচল থাকলে সাফল্য আসবেই। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে লক্ষ্যপূরণ করলেন লিও। ২০০৬ থেকে ২০২২, পাঁচটা বিশ্বকাপ খেলেছেন। মাঝে কোপা আমেরিকার অভিশপ্ত অধ্যায়ে অবসর ঘোষণা করেন, কিন্তু ফিরেও আসেন। ভাগ্যিস ফিরেছিলেন, তাই মেসির নামের পাশে তিনটি আন্তজার্তিক খেতাব। স্বপ্নপূরণের রাতে একবার ঘুরে আসা যাক মেসির কক্ষপথে।

সাল ২০০৩ জীবনের প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। ৪ বছর পর ২০১০ বিশ্বকাপে শেষ আটেই দৌড় শেষ আর্জেন্টিনার সঙ্গে মেসিরও। ২০১৪ সালে তীরে এসে তরী ডুবল। বিশ্বকাপে রানার্স হয়ে কাপ থেকে এক কদম দূরেই থামতে হয় লিও মেসিকে। ২০১৫ সালে কোপা আমেরিকা রানার্স। ২০১৬ সালেও শতবর্ষের কোপা আমেরিকা রানার্স। হতাশায় অবসর ঘোষণা মেসির। অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন।

২ বছর পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়। কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল যুবরাজের। এর পরই চাকা ঘুরল । ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়নের স্বাদ পেলেন যুবরাজ। ২০২২ সালে ইউরো জয়ী ইতালিকে হারিয়ে ফাইনালিসীমা চ্যাম্পিয়ন, বছরের শেষে স্বপ্নপূরণ। বিশ্বকাপ উঠল লিও মেসির হাতেই। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লক্ষ্যভেদ করলেন লিও, না আর কোনও আক্ষেপ নেই এলএমটেনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube