
নিউজটাইম ওয়েবডেস্ক : হাতির হামলায় ফের বাঁকুড়ায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর আহত হয়েছেন হুলা পার্টির আরও এক সদস্য।মৃত গুরুদাস মুর্মু(৫৫) বাঁকুড়ার রাণীবাঁধের চালথা গ্রামের বাসিন্দা। সোনামুখী রেঞ্জের রপটের রাঙাকুল জঙ্গলে একটি হাতির দলকে ড্রাইভ করার সময় সোমবার সকালে বেঘোরে প্রাণ যায় হুলা পার্টির ওই সদস্যের।
গুরুতর আহত হয়েছেন আরও এক সদস্য । বনদপ্তর সূত্রে খবর সোমবার সকাল সাতটা নাগাদ সোনামুখীর রাঙাকুল জঙ্গলে হাতির ড্রাইভ চলছিল তখনই বাধে বিপত্তি।বুনোহাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত মনীন্দ্র মুর্মু(৪০)। মৃত এবং আহত দুই ব্যক্তি একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023