বুধেই নামবে বঙ্গের পারদ

নিউজটাইম ওয়েবডেস্ক : এ কেমন ২৫ ডিসেম্বর?শীতই নেই। এই সংলাপ সকলের মুখে মুখে। অন্যান্য বছর ডিসেম্বরে যেমন শীতের টের পাওয়া যায়, এই বছর শীতের সেই ছোঁয়া দেখা গেল না। আমেজই সই। অনেকে বলছেন, এ যেন ফেব্রুয়ারি মাস। সব মিলিয়ে বঙ্গে শীতের গতিপ্রকৃতি দেখে হতাশ শীতপ্রেমীরা। ধরেই নিয়েছেন, এই বছর বোধহয় আর শীত আসবেই না।গত কয়েকদিনে তাপমাত্রা বাড়লেও, আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই পারদ পতন হওয়ার সম্ভবনা।

আলিপুর আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, বুধের বদলাবে বঙ্গের শীতের চিত্র। আগামীকাল বিকেল থেকেই উত্তর পশ্চিমী হাওয়ার দাপট বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার থেকেই ১৫ ডিগ্রির নীচে নামবে পারদ।কাশ্মীর, উত্তরপ্রদেশ ও দিল্লি হয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে এই বছরের শেষে জাঁকিয়ে শীতের আমেজ পাবে বঙ্গবাসী। যদিও নতুন বছরের শুরু পর্যন্ত এই শীত স্থায়ী হবে কি না, তা এখনই বলতে পারছে না হাওয়া অফিস।

আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তরবঙ্গ। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও থাকবে কুয়াশাচ্ছন্ন আকাশ। কুয়াশার প্রভাবে পূর্ব মেদিনীপুরে দৃশ্যমানতা নামবে ২০০ মিটারে। দার্জিলিং ও ক্যালিম্পং’এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। সিকিমের পার্বত্য অঞ্চলেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube