
নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার সমস্ত রেকর্ড গুঁড়িয়ে দিয়ে ভারতে নজির সৃষ্টি করল সোনার দাম। আন্তর্জাতিক বাজারেও এ দিন সোনার দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গিয়েছে।
এ দিন এমসিএক্স সূচকে ০.৯% উত্থানের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৫,০৪৫ টাকা। আগের দিন এই দর ছিল ৫৪,৬১২ টাকা। পাশাপাশি এ দিন সূচকে রুপোর দরও ০.৯% চড়ার ফলে প্রতি কেজিতে দাঁড়িয়েছে ৭০,৪২২ টাকা। গত অধিবেশনে সূচকে ৬.৪% বৃদ্ধির জেরে দাম বেড়েছিল কেজিতে ৪,২০০ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, করোনাভাইরাস সংক্রমণ, প্রতিষেধকের অভাব, বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা, সুদের হার হ্রাস পাওয়া এবং রাজনৈতিক টানাপড়েনের জেরে নিরাপদ সম্পদ হিসেবে বিশ্বজুড়ে সোনায় বিনিয়োগের প্রবণতা বেড়েছে। এরই জেরে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দাম চড়ছে হলদে ধাতুর।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022