
নিউজটাইম ওয়েবডেস্ক : কখনও ভ্যাপসা গরম তো কখনও প্রখর রোদে আনচান রাজ্যবাসী। আর ঠিক তখনই খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যেই বঙ্গে প্রবেশ করছে বর্ষা। তবে বর্ষা আসার কোনরকম অপেক্ষা না করেই বুধবার থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিতে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। অন্যদিকে দক্ষিনবঙ্গে আকাশে মেঘ দেখা গেলেও বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। তবে শুক্রবার থেকে রাজ্যে বর্ষা ঢুকবে আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। সেই মর্মে সেদিনী থেকে দক্ষিণবঙ্গে ভালো পরিমান বৃষ্টি হহওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি হাওয়া অফিসের।
আবহাওয়া দফতর সুত্রের খবর, বুধবার উত্তরবঙ্গের দুই জেলা তথা আলিপুরদুয়ার ও কোচবিহারে ভালো বৃষ্টি হতে পারে। ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়েও। অন্যদিকে বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে বর্ষা আসবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিনবঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯৩ শতাংশ। অন্যদিকে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে।Latest posts by news_time (see all)
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শ্রমিক - June 8, 2023
- আদিবাসীদের ১২ ঘণ্টার বাংলা বনধের প্রভাব দেখা গেল দুই বর্ধমানে - June 8, 2023
- দিনে দুপুরে ছিনতাই, গুরুতর আহত ১ - June 8, 2023