
নিউজটাইম ওয়েবডেস্ক : মেষ: কাছের মানুষ ভরসাযোগ্য হয়ে উঠবে। আজ কোনও পরীক্ষামূলক বিষয়ে ভালো ফল করবেন। বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতির গলিতে ফিরে যেতে পারেন।আজ কর্মস্থলে প্রাপ্য সম্মান ফেরত পাবেন।
বৃষ: ব্যাক্তিগত সম্পর্কগুলোতে কথোপকথনে জোর দিন। আজ সকলের সঙ্গে মিলেমিশে চলুন। গুরুত্বপূর্ন কোনও কাজ অন্যের জন্য ফেলে রাখবেন না। আজ পরিবহন ক্রয় করতে পারেন। মিথুন: আজ একাধিক কাজে আপনার আগ্রহ বাড়বে। ব্যবসায় সমৃদ্ধি আসবে।আজ আপনার ভালো ব্যবহার আপনার কথা অন্যদের উপর প্রভাব ফেলবে। আজ কাছাকাছি কোথাও ছোট্ট ভ্রমনে যেতে পারেন। কর্কট: অর্থনৈতিক বিষয়ে আজ ভালো ফল করবেন। আজ সম্মান বৃদ্ধি পাবে।শরীরের যত্ন নিন আজ। বাড়িতে আত্মীয় আগমন হতে পারে। সিংহ: আজ বহু কাজে সাফল্য আসবে। ব্যক্তিগত বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিতে হতে পারে। জীবনের জন্য বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। আজ লম্বা পরিকল্পনায় বিনিয়োগ করতে পারেন। কন্যা: আজ আইনি বিষয়ে নিজের ধৈর্য্য রাখুন। আত্মীয়দের সমর্থন পাবেন। আজ কঠোর পরিশ্রমে ভরসা রাখবেন। আজ সময়ের মধ্যে আপনার কাজ শেষ করুন। তুলা: আজ অর্থনৈতিক প্রাপ্তি হবে। ব্যবসায় লাভ বাড়বে। আজ বড় কোনও পরিকল্পনা করবেন জীবন নিয়ে। আজ যেকোনও ভুল এড়িয়ে চলুন। বৃশ্চিক: আজ আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে দেখা হবে। আজ কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা পাবেন। একাধিক কাজ আজ একা হাতে শেষ করবেন। ধনু: আজ আপনার সম্মান বজায় রাখুন, জীবনের সকল ক্ষেত্রে। আজ একাধিক কাজ খুব তাড়াতাড়ি শেষ করবেন। আজ ব্যবসায়, কর্মক্ষেত্রে উন্নতি হবে। মকর: আজ কোনও বিষয় নিয়ে গভীরে পর্যবেক্ষন করুন। আজ প্রয়োজনীয় কাজে নিজের ধৈর্য্য দেখান। আজ সতর্ক থাকুন যেকোনও কাজে। কুম্ভ: আজ আপনার ভাগ্যে প্রাপ্তি-যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ব্যবসায় উন্নতি হবে। আজ অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। মীন: চাকুরিজীবিদের জন্য ভালো। সময়ের মধ্যে গুরুত্বপূর্ন কাজ শেষ করুন। ব্যক্তিগত জীবনে ধৈর্য্য বজায় রাখুন। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023