
নিউজটাইম ওয়েবডেস্ক : গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া মোটামুটি পাকা। যত শীঘ্র সম্ভব তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেখানে নিয়ে গিয়ে অনুব্রতকে কোথায় রাখা হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন, অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেনকে রাখা হয়েছে তিহার জেলে।তাই অনুব্রতকেও রাখা হতে পারে সেখানে। কিন্তু তা যদি হয় তবে বীরভূমের ‘বাঘ’ সম্মুখীন হতে তিহারের ‘বাহুবলি’র।
সোশ্যাল মিডিয়ার দৌলতে, তিহারের ‘বাহুবলি’কে অনেকেই চিনে গিয়েছেন এতদিনে।কথা বলছি তিহার জেলের জেলার দীপক শর্মাকে নিয়ে। চুলবুল পাণ্ডে, সিংঘম কিংবা সুর্যবংশীর হিরো পুলিশের মতোই আদল তাঁর। শুধুমাত্র পুলিশ নন, বডি বিল্ডারও তিনি। ফলে তাঁর এক ছোবলে ছবি হয়ে যেতে পারে যে কেউ। কেষ্টকে যদি তিহারেই যেতে হয়, তবে এই অফিসারের মুখোমুখী হবেন তিনি। কী হবে কেষ্টর? চিন্তায় সমর্থক-ভক্তরা।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023