
নিউজটাইম ওয়েবডেস্ক : বিয়ে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার বলি ৪। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসামের গোলকগঞ্জ এলাকায়। বিয়েবাড়ি থেকে ফেরার পথে পিক-আপ ভ্যানের সাথে ধাক্কা লাগে। ৪ জনেই মৃত্যু হলেও গুরুতর ভাবে আহত হয়েছেন আরও ১৫ জন।
জানা গিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিক-আপ ভ্যানের। কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকা থেকে আসামের গোলকগঞ্জ গিয়েছিল বিয়ে করতে। সেখান থেকে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখানকার বাসিন্দারা। কিন্তু সেখান থেকে তাঁদের রেফার করা হলে কোচবিহারে নিয়ে আসা হয়। কুচবিহার মেডিকেল কলেজেই মৃত্যু হয় ৪ জনের। আরও ১৫ জন বরযাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023