
ফের প্রতারণা! ফের ধর্ষণ? বিয়ে করবে বলে এক মহিলাকে ধর্ষণ করলেন এসএসবি কর্মরত এক জওয়ান, অভিযোগ এমনটাই ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিশ্বজিৎ দত্ত, বাড়ি বাদুড়িয়া থানা এলাকায়। জানা গিয়েছে হাবড়ার এক মহিলার সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় কয়েক মাস আগে। এরপর সেই মহিলার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে জওয়ান এমনটাই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ।
সম্প্রতি হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ বিশ্বজিৎ দত্তকে বাদুড়িয়া এলাকা থেকে গতকাল বিকেলে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে তোলা হয় বারাসাত আদালতে।
Latest posts by Priyanka Banerjee (see all)
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023
- দরজা খুলতেই চোখের সামনে চলছে ঝুলছে দেহ, খুন না আত্মহত্যা? - May 26, 2023