বিহার সরকারের আবেদনে সুপ্রিম শীলমোহর, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্ত সিবিআই এর হাতে

নিউজটাইম ওয়েবডেস্ক : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে জয় হল বিহার পুলিশের। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম আদেশ, মুম্বাই ও বিহার পুলুশের থেকে সমস্ত রকম তথ্য নিয়ে স্বক্রীয় বাবে তদন্ত শুরু করতে পারে সিবিআই। এমনকি প্র‌য়োজনে নতুন করে এফআইআরও দায়ের করতে পারে কেন্দ্রায় গোয়েন্দা সংস্থা।

এর সাথে সাথে মহারাষ্ট্র সরকারকে এই তদন্তে সমস্ত রকম সাহা‌য্যের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানিও ছিল। এই ক্ষেত্রে তার আবেদন মেনে পাটনা থেকে তার বিরুদ্ধে করা অভি‌যোগ মুম্বাইয়ে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

প্রথম থেকেই বিহার সরকারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়। সেই দাবি কেন্দ্রের তরফ থেকে মেনে নেওয়া হলেও তার বিরোধিতা করে শীর্ষ বিচারালয়ে ‌যান রিয়া চক্রবর্তী। তিনি জানান, এই মামলা বিহার পুলিশের এক্তিয়ারে পড়েনা। তাই তার বিরুদ্ধে এফআইআর বা সিবিআই তদন্তের আর্জি কোনোটাই গ্রাহ্য হওয়া উচিত না।

এমনকি একইরকম ভাবে মুম্বাই পুলিশ ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রীদেরও মত এই মৃত্যু রহস্যের তদন্তের অধিকার শুধুমাত্র মুম্বাই পুলিশের। তবে এত টালবাহানার মধ্যেও এখনও প‌র্যন্ত একটি এফআইআর ও দায়ের করেনি মুম্বাই পুলিশ। সেই ক্ষেত্রে আজকের নির্দেস বেশ গুরুত্বপূর্ণ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube