
বুধবার সেনাবাহিনীর গাড়িতে বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলেন চারজন । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নং ওয়ার্ডের পাঞ্জাবি পাড়া এলাকায় ।
জানা গিয়েছে বুধবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিলেন গ্যারেজের কর্মচারীরা । সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকুলিত যন্ত্রের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে গ্যারেজের তিন কর্মী এবং একজন সেনাকর্মী গুরুতর আহত হন ।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মানিক দে ।এলাকাবাসীদের অভিযোগ বেশ কয়েকদিন ধরেই ওই গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকুলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল । কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি । বিস্ফোরণের পর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023