
নিউজটাইম ওয়েবডেস্ক : মানবিকতা আজ কত নীচে নেমেছে এবার তার আরও এক জ্বলন্ত প্রমান মিলল কেরালার মালাপ্পুরম জেলার ঘটনায়। পেটের দায়ে জঙ্গল ছেড়ে গ্রামে এসেছিল বছর ১৫-অর একটি গর্ভবতী হাতি। কিন্তু সেই হাতিটির হয়তো ভাবতেই পারেনি তার জন্য এমন মারাত্মক কিছু অপেক্ষা করছে। মানুষ যে এতটা নির্মম ও নিষ্ঠুর হতে পারে তা হয়তো আন্দাজও করতে পারেনি সে। তাই মানুষের দেওয়া খাবর সানন্দে গ্রহন করেছিল গর্ভবতী ওই হাতিটি। কিন্তু তাতেই ঘটল বিপত্তি। আনারসের মধ্যে বাজি ভরে তা হাতিটিকে খাবার জন্য দেওয়া হলে মুখে পোরা মাত্রই তা বিস্ফোরন ঘটায়। সাথে সাথে হাতিটির জিভ ও মুখের বেশিরভাগ অংশ পুড়ে যায়। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে গর্ভবতা মা হাতিটি।
প্রচন্ড জ্বালা নিয়ে লোকালয়ের আশপাশে কয়েকদিন ধরেই ঘুরে বেড়ায় হাতিটি। এরপরেই জ্বালা কমাতে একটি নদীতে নেমে জলের মধ্য়ে নিজের মুখ ডুবিয়ে রাখকে সে। কিন্তু অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হয় তাকে। ইতিমধ্য়েই নৃশংস এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন অনেকেই। নীন্দার ঝড় উঠেছে প্রশাসনেও। সারা দেশ জুড়ে এই ঘটনার জেরে হইচই পড়ে গিয়েছে। এমনকি এই অপরাধের সাথে জড়িত মানুষগুলো যাতে উপযুক্ত শাস্তি পায় তাই সেই সমস্ত নিষ্ঠুর মানুষগুলোর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে প্রশাসন। যদিও পুলিশের তরফে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারা অনুসারে মামলা রজু হয়েছে। ইতিমধ্য়েই বন দফতরের কর্তাদের হাতে এসেছে হাতির অটপসি রিপোর্ট। নেটিজেন থেকে শুরু করে মর্মান্তিক এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন ক্রিকেটার মিতালি রাজ এবং টলিউড অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। বনবিভাগের আধিকারিক মোহন কৃষ্ণন জানিয়েছেন, নদীর মধ্যে ডুবে থাকা হাতিটিকে উদ্ধার করতে দুটি কুনকি হাতি নামানো হয়। কিন্তু ওই হাতিটি কোন সাড়াশব্দ দেয়নি। ততক্ষনে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নদী থেকে হাতিটির দেহ উদ্ধার করে বনবিভাগের কর্মীরা ট্রাকে করে তার মৃতদেহ জঙ্গলে নিয়ে যান। সেখানেই গর্ভবতী ওই হাতিটিকে দাহ করা হয়।Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023