
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিশপ্ত ২০২০ নাকি অন্য কিছু! প্রাকৃতিক বিপর্যয়, করোনাভাইরাসের মতো স্বাস্থ্য সমস্যার সঙ্গে য়খন সারা বিশ্ব লড়াই করছে, তখন সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে একের পর এক নক্ষত্রপতন হচ্ছে। একটা ধাক্কা সামলে কাটিয়ে ওঠার আগে অন্যজনের মৃত্যুর খবরের ধাক্কায় লন্ডভন্ড হয়ে যাচ্ছেন সবাই। আর এবার পৃথিবী ছেড়ে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত – মাত্র ৩৪ বছরে।
প্রথম ছবি ‘কাই পো চে’-তে মন জিতে নেওয়া ইশান হোক, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’-র অনস্ক্রিন মহেন্দ্র সিং ধোনি বা ‘ছিছোরে’-র অনিরুদ্ধ হোক, সুশান্ত সিং রাজপুত নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। কিন্তু এটা তো তাঁর সবে শুরু ছিল, অন্যতম প্রতিভাবানা অভিনেতার সেরার সময়টা আসেননি তো। তাহলে? কেন? কেন এত অভিশপ্ত হয়ে উঠছে ২০২০ সাল? মাথার মধ্যে সেই প্রশ্নটাই ভোঁ ভোঁ করছে সবার। এক নেটিজেন টুইট করেন, ‘হে ভগবান, দয়া করে বলুন এটা ভুল, ২০২০ সাল জঘন্যতর হচ্ছে।’ অপর এক টুইটার ব্যবহারকারী বলেন, ‘প্রতিটি সেকেন্ডে বছরটা খারাপতর হচ্ছে। কী হচ্ছে? সুশান্ত সিং রাজপুত? কেন!!’ আরও একট নেটিজেন বলেন, ‘এটা শকিং!! সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। মানে কেন? তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। ২০২০ সালে আরও একটা জঘন্যতম খবর।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022