
।। স্বর্ণালী মান্না ।।
এই প্রথমবার বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত, অজয় বঙ্গা । বিশ্ব ব্যাঙ্কের ২৫ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি, শীর্ষ অর্থনৈতিক সংস্থার নতুন প্রেসিডেন্টের পদে নির্বাচিত করেন অজয় বঙ্গাকে ।এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই পদে অজয় বঙ্গার নাম মনোনীত করেন । এবার সেই মনোনয়নে সীলমোহর দিল সংস্থার কার্যনির্বাহী কমিটি । আগামী ২ জুন ডেভিড ম্যালপাসের থেকে দায়িত্বভার গ্রহন করবেন তিনি ।
৬৩ বছর বয়সি বঙ্গা এই মুহূর্তে “জেনেরাল অ্যাটলান্টিক”-এর ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ।এর আগে মাস্টার কার্ডের চিফ এক্সেকিউটিভ অফিসার ছিলেন তিনি ।
২০১৬ সালে পদ্মশ্রী প্রাপ্ত অজয় বঙ্গা জন্মগ্রহন করেন পুণেতে ।প্রথমে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের পর আহমেদাবাদের আইআইএম থেকে এমবিএ করেন ।পড়াশোনা শেষ করে নেসলে ইণ্ডিয়ায় শুরু করেন তাঁর কর্মজীবন । তারপর যুক্ত হন সিটিব্যাঙ্কের সঙ্গে ।কর্মজীবনের ১৩ বছর কাটান পেপসিকোর সাথে ।এবার আগামী ৫ বছরের জন্য বিশ্ব ব্যাঙ্ক-কে নেতৃত্ব দেবেন তিনি ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023