
নিউজটাইম ওয়েবডেস্ক : ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। একটা সময় করোনাভাইরাসের সবথেকে প্রভাবিত দেশগুলি কিছুটা ঘুরে দাঁড়ালেও কয়েকটি দেশে সেই ভাইরাসের দাপট অব্যাহত। তার জেরে বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি পারল করল। মৃত্যুও ছাড়িয়ে গেল পাঁচ লাখ। এমনটাই জানাচ্ছে Worldometre-এর পরিসংখ্যান।
ওই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ন’টা পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০,০৮১,৫৪৫। সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। সেখানে ২,৫৯৬,৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুর নিরিখেও সবার প্রথমে রয়েছে। মার্কিন মুলুকে ১২৮,১৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বিশ্বের প্রায় ২৬ শতাংশ করোনা মৃত্যুর খবর মিলেছে আমেরিকা থেকেই। বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫০১,২৯৮। ‘হিন্দুস্তান’-এর পরিসংখ্যান অনুযায়ী, জুনে প্রতিদিন গড়ে ১.২৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তথ্যের বিচারে শুধু মে এবং জুন মাসেই প্রায় দুই-তৃতীয়াংশ সংক্রমিতের হদিশ মিলছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022