বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা, বন্ধ পড়ুয়াদের খাবার

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শুভঙ্কর সিনহা ।।

বুধবার সকাল থেকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার কারণে বন্ধ হল পড়ুয়াদের খাবার। বন্ধ হল মেসের রান্না। আর রান্না বন্ধ হতেই সকাল থেকে ওয়াচ এন্ড ওয়ার্ড বিভাগে তালা মেরে বিক্ষোভ দেখাতে শুরু করে রামকৃষ্ণ হল হোস্টেলের আবাসিক পড়ুয়ারা। আর ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। ছাত্র বিক্ষোভের পর এবার সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ হওয়ার মুখে বিশ্ববিদ্যালয়ের। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ফিনান্স অফিসার না থাকায় হোস্টেল পরিচালনার বরাদ্দ টাকা মেলেনি৷ যে কারণে মেসের রান্না বন্ধ করা হচ্ছে।

তার পরেই ছাত্র ও আবাসিকরা বিক্ষোভে ফেটে পরে। সব থেকে বড় হোস্টেল হল রামকৃষ্ণ হল। শুধু মাত্র ওই হোস্টেল পরিচালনা করতে আড়াই থেকে তিন লক্ষ খরচ হয়। কিন্তু ফিনান্স অফিসার না থাকায় মেলেনি বরাদ্দের টাকা। যে কারণে এদিন সকাল থেকে ভাতের দাবিতে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে। থালার মধ্যে বালি পাথর রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ওয়াচ এন্ড ওয়ার্ড অর্থাৎ নিরাপত্তা মূল বিভাগে তালা মেরে বিক্ষোভ দেখায়। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের চাবি থাকে ওই বিভাগে। পড়ুয়ারা বিভাগে তালা মেরে দেওয়ায় কোন বিভাগই আর খুলবে না বলে জানা গিয়েছে। বিষয়টি জানা মাত্র বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে যান বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার স্বপন কুমার রক্ষিত। তবে তাতে কোন লাভ হয়নি। বিক্ষোভে অনড় থাকে আবাসিকরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube