
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শান্তনু করণ ।।
মহিলা অনূর্ধ্ব ১৯ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভারতের হয়ে বিশ্বকাপ জিতে দেশের মাটিতে ফিরলেন বিজেতা দল। সেই দলের একজন খেলোয়াড় হলেন দাশনগরের হৃষীতা বসু। বৃহস্পতিবার বাড়ি ফেরার খবর পাওয়া মাত্র দাশনগর বালিতিকুরা এলাকার বকুলতলা বিবেকানন্দ পল্লীতে বাঁধ ভাঙ্গা উচ্ছাস। গোটা এলাকায় মানুষ সকাল থেকেই উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হৃষীতাকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য অপেক্ষায় ছিলেন। এদিন মহল্লায় পা রাখতেই উচ্ছাসের বাঁধ ভাঙ্গে মানুষের। সম্বর্ধনা জ্ঞাপনের পর মায়ের হাতে পায়েস খেয়ে মিষ্টি মুখ। বন্ধুদের সাথে কেক খাওয়া।এদিন এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ হৃশিতাকে সংবর্ধনা জানানোর সাথেসাথে পরিবারের সাথেও দেখা করেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে হৃষিতা জানান দীর্ঘদিন বাড়ির বাইরে থেকে দেশের জন্য কাপ জয় করে ফিরে যথেষ্ট স্বস্তি বোধ করছেন। তবে এভাবে তিনি সংবর্ধিত হয়ে যথেষ্টই তিনি আপ্লুত।আগামীতে তার লক্ষ্য মহিলা সিনিয়র দলে যোগদানের জন্য এবং আই পি এল ম্যাচে সুযোগ পাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023