
নিউজটাইম ওয়েবডেস্ক : ১৯৮৬তে দিয়াগো মারাদোনা যে শৈল্পিক ফুটবল দিয়ে বিশ্বজয় করেছিলেন তা দেখার পর বিশ্ববাসীর প্রত্যাশা শিখরে উঠেছিল। ১৯৯০ সালে ফের দেশকে ফাইনালে তুলে সেই প্রত্যাশার আগুনে ঘি ঢেলেছিলেন স্বয়ং দিয়াগো। কিন্তু সেবার আর বিশ্বকাপ জেতা হয়নি। শুধু সেবার কেন, তারপর কেটে গেল ৯টা বিশ্বকাপ। ৩৬ বছর পর ফের কাপ জিতল আর্জেন্টিনা। জেতালেন আর এক শিল্পী। যাকে দুনিয়া মেসি নামে চেনে। ২০০৬ বিশ্বকাপের তিনি বুঝিয়ে ছিলেন দিয়াগোর উত্তরাধিকার পেয়ে গিয়েছে আর্জেন্টিনা। সেই থেকে মেসি-মারাদোনার তুলনা শুরু।
এর মাঝে মেসির ট্রফি ক্যাবিনেটে উঠেছে বিশ্বফুটবলের তামাম ট্রফি। ঝুলিতে জমা হয়েছে রেকর্ডের পর রেকর্ড। ছিল না বলতে শুধু বিশ্বকাপ। তাই সব পেয়েছির দেশে মারাদোনার পাশে নাম লেখাতে পারছিলেন না মেসি। অবশেষে এল সেই রাত কাতারের লুসেইলে। ফ্রান্সকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলেন লিও মেসি। মুছে গেল ব্যাবধান। ফুটবলের রাজপুত্রের পাশের আসনেই জায়গা করে নিলেন ফুটবলের যুবরাজ। বরং সাফল্যের নিরিখে মারাদোনার থেকে কতোকটা এগিয়েও গেলেন মেসি।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023