
নিউজটাইম ওয়েবডেস্ক : ওয়ান-ডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফের স্বপ্নভঙ্গ হরমনপ্রীতদের। মেলবোর্নে মেগা ফাইনালে কার্যত আত্মসমর্পন ভারতীয় মেয়েদের। ভারতকে ৮৫ রানে হারিয়ে রেকর্ড পঞ্চমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করেছিল চার বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পুনম যাদব-শিখা পান্ডেদের বোলিং উড়িয়ে বড় স্কোর করে অজি মেয়েরা। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি ঝোড়ো অর্ধশতরান করেন। জবাবে ১৯.০১ ওভারে মাত্র ৯৯ রানে থেমে গেল ভারতের ইনিংস। ফাইনালে কোন লড়াই করতে পারলনা হরমনপ্রীত ব্রিগেড।
এদিন যেভাবে আত্মসমর্পন করলেন হরমনপ্রীতরা, তার সঙ্গে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের মিল খুঁজে পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ২০১৭-তে ওয়ান-ডে বিশ্বকাপ ফাইনালে হারে মিতালি-ঝুলনদের ভারত। এবার টি-২০ ফরম্যাটেও তীরে এসে তরী ডুবল উওমেন ইন ব্লু-র।Latest posts by news_time (see all)
- উচ্ছেদের নোটিশে ক্ষোভ… - March 30, 2023
- কাঁথি শহরের রামনবমী - March 30, 2023
- অতিরিক্ত জেলা শাসককে খুনের হুমকি - March 30, 2023