বিরুষ্কার নাচ, তবে নাচতে গিয়ে কী হল বিরাটের!

যুগল নাচছেন একসাথে । তাও আবার দুই নক্ষত্র । বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা । আর ‘পাওয়ার কাপল’-এর এই নাচ নিমেষেই ভাইরাল হল নেট মাধ্যমে ।

না না সময় বিরাট-অনুষ্কাকে একসাথে দেখা যায় ক্যামেরার সামনে পোজ দিতে । প্রেম থেকে বিয়ে সবেতেই বেশ খোলামেলা এই জুটি । প্রত্যেক বিশেষ মুহূর্তের ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন সবার সাথে । এবারও তার অন্যথা হল না । এক সাথে তাল মেলাতে দেখা গেল বিরুষ্কাকে ।

আর নাচতে গিয়ে পা ফসকে গেল বিরাটের! সেই মুহূর্তে হেসে লুটপুটিও খেল যুগল । আর সেই মুহূর্ত নেট মাধ্যমে ভাগ করতেই ভাইরাল হল হু হু করে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube