
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
রোহিত রানে ফিরলেও টেস্টে অব্যাহত বিরাট ব্যর্থতা। নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় রান অধরাই রইল কোহলির। ১২ রান করেই প্যাভিলিয়ানের পথ ধরলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০১৯ সালে শেষবার টেস্টে শতরান করেছিলেন কোহলি। সীমিত ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করলেও সাদা জার্সিতে বড় রানের দেখা নেই বিরাটের ব্যাটে। একইসঙ্গে সুপার ফ্লপ মিডল অর্ডার। পূজারা বিরাটের মতোই ব্যর্থ হলেন প্রথম টেস্টে নামা সূর্যকুমারও। টেস্ট অভিষেকটা মধুর হল না মুম্বইকরের। এমনকি আরও এক অভিষেককারী কেএস ভরতও ব্যর্থ হলেন। বল হাতে যাদু দেখানোর পর ব্যাট হাতেও আলোর দিশা দেখালেন প্রত্যাবর্তনকারী জাদেজা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023