বিরক্ত রিহা! পরিবারের জন্য পুলিশি নিরাপত্তার আবেদন করলেন অভিনেত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : একদিকে ইডি, সিবিআইয়ের জেরা। অন্যদিকে বাইরে বেরোলেই মিডিয়ার ক্যামেরা তাঁদের ছেঁকে ধরছে। সব মিলিয়ে বেশ বিরক্ত প্রয়াত অভিনেতা সুশান্তের বান্ধবী এবং তাঁর পরিবার। আর তারই নিদর্শন পাওয়া গেল রিহার ইনস্টাগ্রাম পোস্ট থেকে। বৃহস্পতিবার মুম্বই পুলিশের কাছে আবেদন করলেন যাতে তাঁপ বাড়ির সামনে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। নাহলে তাঁরা পরিবার বাইরে বেরোতে পারছে না।

এদিন তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তাঁর বাবা ইন্দ্রজিত্ চক্রবর্তী বাইরে থেকে বাড়ির ভেতরে ঢুকতে পারছেন না। কারণ তাঁকে সংবাদকর্মীরা ঘিরে ধরে প্রশ্ন করে যাচ্ছেন। ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, এটা আমার আবাসনের ভেতরের অবস্থা। আমার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার। আমাদের এমনিতেই প্রতিদিন ইডি, সিবিআইয়ের অফিস যেতে হচ্ছে তদন্তকার্যে সহযোগীতা করার জন্য। আমার জীবন সবমিলিয়ে এমনিতেই বিপর্যস্ত।

অভিনেত্রী আরও জানান, আমরা স্থানীয় থানায় বিষয়টি জানিয়েছি, কিন্তু কোনও সহায়তা সরবরাহ করা হয়নি। এমনকি যাঁরা তদন্তের সঙ্গে যুক্ত তাঁদেরকেও নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছিলাম কিন্তু কোনও সহায়তা মেলেনি। আমার পরিবারের জীবন বিপন্ন হয়ে উঠছে। দয়া করে মুম্বই পুলিশ কিছু একটা করুক। সাধারণ নিরাপত্তাই আমরা চাই। করোনা আবহে এই জমায়েতও তো করা উচিত নয়।

প্রসঙ্গত, ইডির আধিকারিকদের হাতে সম্প্রতি উঠে এসেছে রিহার কল ডিটেলস। যেখানে রিহার ফোনে একাধিক ব্যক্তির সঙ্গে মাদকের নাম, ব্যবহার, দাম-সহ বিভিন্ন কথাবার্তা উঠে এসেছে। যে কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। যদিও বুধবার সকালেই রিহার আইনজীবী জানিয়েছিলেন, রিহা কোনওদিন মাদক নেননি। তার জন্য যে কোনও সময় যে কোনওরকম পরীক্ষা করাতে তিনি রাজি আছেন। তবে তদন্তকারীরা মনে করছেন নিজে না নিয়ে কোনওভাবে কি সুশান্তকে ব্যবহারে বাধ্য করতেন রিহা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube